Samik Bhattacharya (Photo Credit: X)

সবে সবে বিজেপির (BJP) রাজ্য সভাপতি পদে (BJP State President Samik Bhattacharya ) অভিষেক হয়েছে শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya)। শমীককে যখন বিজেপির রাজ্য সভাপতির পদে বসানো হল, সে বিষয়ে মুখ খুললেন অর্জুন সিং ( Arjun Singh)। অর্জুন বলেন, শমীক একজন অভিজ্ঞতাসম্পন্ন মানুষ। প্রত্যেকে যাতে একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারেন, শমীক ভট্টাচার্য সেদিকে নজর রাখবেন বলে আশা প্রকাশ করেন অর্জুন সিং। প্রসঙ্গত শমীক ভট্টাচার্য বৃহস্পতিবার যখন রাজ্য সভাপতি পদের দায়িত্ব নিচ্ছেন, সেই সময় অসুস্থ হয়ে পড়েন উত্তর কলকাতার বিজেপি নেতা অমোঘ্ন ঘোষ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তমোঘ্ন ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: West Bengal BJP: তপন সিকদার থেকে রাহুল সিনহা, দিলীপ ঘোষ, বাংলায় বিজেপির রাজ্য সভাপতিরা

শমীক ভট্টাচার্যের বিজেপির রাজ্য সভাপতি পদ নিয়ে কী বললেন অর্জুন সিং দেখুন...