Aap Cab Strike : সপ্তাহের শুরুতেই ভোগান্তি, আজ থেকে দু'দিনের অ্যাপ Cab ধর্মঘট মহানগরীতে
অ্যাপ ক্যাব (Photo: Ola branch office)

কলকাতা, ১ জুলাই, ২০১৯: সপ্তাহের শুরুতেই ভোগান্তিতে অফিস যাত্রীরা। আজ থেকে শুরু হচ্ছে টানা ২ দিনের অ্যাপ ক্যাব ধর্মঘট(Aap Cab Strike)। ওলা  (Ola) এবং উবারের (Uber)নানা নীতির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন চালকরা। যার জেরে সকাল থেকেই সমস্যায় পড়েছেন শহরের অফিস যাত্রীরা। এই সকাল থেকেই শহরের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি দেখা দিয়েছে। ধর্মঘটে সামিল না হওয়ায় ধর্মতলায় দুটি অ্যাপ ক্যাবের গাড়িতে ভাঙচুর চালায় ধর্মঘটীরা। গাড়ির কাচ, লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। একটি গাড়িকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিস।

শহরের প্রায় ২০ হাজার গাড়ি এই ধর্মঘটে সামিল হয়েছে।  অ্যাপ-ক্যাব সংগঠন বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের (Bengal Online Cab Operators Guild) অভিযোগ, গাড়ির তেল বা চালক - কোনওটাই ওলা বা উবার দেয় না। কিন্তু, প্রতি রাইডে এই সংস্থাগুলি কমিশন হিসেবে ভাড়ার ২৫ শতাংশ অর্থ কেটে নেয়। এ নিয়ে রাজ্য পরিবহন দফতরে একাধিকবার জানিয়েও করেও কোনও ফল হয়নি। আরও পড়ুন, শোভন চ্যাটার্জি কি যোগ দিচ্ছেন বিজেপিতে ? মান ভাঙাতে দূত পাঠালেন মমতা ব্যানার্জি

আন্দোলনকারীদের অভিযোগ, কোনও আগাম নোটিস ছাড়াই ক্যাব সংস্থাগুলি চালকদের আইডি ব্লক করে দিচ্ছে। যার জেরে কর্মহীন হয়ে পড়ছেন বহু চালক। যে কারণে তারা ধর্মঘটের মতো আন্দোলনের চূড়ান্ত পথ বেছে নিয়েছেন