প্রতীকী ছবি(Photo Credit -pixabay)

বারাসত, ২৫ জুলাই: দু’বছর দু’মাস পর স্বামী অনুপম সিংহ (Anupam Singh) হত্যা মামলায় স্ত্রী মনুয়া মজুমদার (Manua Majumder) ও প্রেমিক অজিত রায়কে (Ajit Roy) দোষী সাব্যস্ত করল আদালত। খুনের ২৬ মাস পরে গত ১৫ জুলাই এই মামলার রায়দানের কথা থাকলেও তা পিছিয়ে যায়। আজ বৃহস্পতিবার মনুয়া কাণ্ডের রায় ঘোষণা হল বারাসত আদালতের ফার্স্ট ট্র্যাক ফোর্থ কোর্টে।  রাত পাোহালের দুই দোষীকে সাজা শোনাবে আদালত। বিচারকের কাছে অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে মৃত অনুপমের বন্ধু ও পরিবারবর্গ। আরও পড়ুন-প্রধানমন্ত্রীকে খোলা চিঠির শাস্তি, খুনের হুমকি পেলেন অভিনেতা কৌশিক সেন

২০১৭-র মে মাসের তিন তারিখ সকালে বৈদেশিক মুদ্রা লেনদেন সংস্থায় কর্মরত অনুপম সিংহকে (৩৪) তাঁর বাড়িতেই নৃশংস ভাবে খুন হয়ে পড়ে থাকতে দেখা যায়। তদন্তে নেমে পুলিশের প্রথম মনে হয়েছিল আর্থিক লেন‌দেন সংক্রান্ত গোলমালের জেরে খুন হয়েছেন অনুপম। তবে আর্থিক সচ্ছল অনুপমের খুনের পিছনে টাকা পয়সার কোনও যোগসূত্রই পুলিশ খুঁজে পায়নি। নোটবাতিলের সময় হুন্ডির সঙ্গে অনুপমের সংস্থার প্রত্যক্ষ যোগাযোগ থাকলেও খুনের কোনও সূত্র সেখানে পায়নি তদন্তকারী দল। পরে তদন্তে পরকীয়ার প্রসঙ্গ আসে। অভিযোগ ওঠে প্রণয়ঘটিত কারণে প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামী অনুপম সিংহকে খুন করে মনুয়া। খুনের ১৩ দিনের মাথায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ বারাসত থেকে মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেপ্তার করে। এই হত্যাকাণ্ডের ৮৬ দিন পরে চার্জশিট জমা দেয় বারাসত থানার পুলিশ। এর মধ্যে ফিংগারপ্রিন্ট ও ফরেনসিক রিপোর্টও ছিল। ৩০২ ও ১২০বি ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা চলে। মামলায় ২৭ জন সাক্ষী ছিলেন।

অনুপম খুনের দিন রাতে বাপের বাড়িতে থাকার গল্প সাজিয়েছিল মনুয়া মজুমদার। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনার দিন দুপুরে হৃদয়পুরে অনুপমের বাড়িতে তাঁর অগোচরেই হাজির ছিল মনুয়া ও অজিত। পরে মনুয়া বাপের বড়িতে ফিরে গেলেও অজিত কিন্তু অনুপমের বাড়িতেই আত্মগোপন করেছিল।