নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে কলকাতার উদ্দেশে রওনা দিলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। বৃহস্পতিতেই সুকন্যাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বুধবার বিকেলে কলকাতা হাই কোর্টে সুকন্যার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। অভিযোগ, টেট পরীক্ষা না দিয়েই সুকন্যা প্রাথমিক স্কুলে শিক্ষিকার চাকরি পেয়েছিলেন। পাশাপাশি এ-ও অভিযোগ করা হয়েছে যে, সুকন্যা না কি কোনও দিন স্কুলেই যাননি। বেতন পান বাড়িতে বসেই। স্কুলের রেজিস্টার খাতা নিয়ে অনুব্রতের বাড়িতে সুকন্যার স্বাক্ষর নেওয়ার জন্য আসা হত বলেও অভিযোগ করা হয়।
আদালতের নির্দেশে গরু পাচার কান্ডে ২০ অগাস্ট অবধি সিবি আই হেফাজতে রয়েছেন অনুব্রত মন্ডল।
#WATCH | Birbhum,WB: Anubrata Mondol's daughter, Sukanya Mandal, leaves from her residence to appear before Calcutta High Court, after petition was filed that she got post of teacher without clearing TET exam
Anubrata Mondal is in CBI custody till Aug 20 in cattle smuggling case pic.twitter.com/Mpv8EvBMdi
— ANI (@ANI) August 18, 2022