শিবঠাকুর মণ্ডলের আনা মামলায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Aunbrata Mondal)। অনু্রত তাঁকে প্রাণে মারার চেষ্টা করেন বলে অভিযোগ করেছিলেন শিবঠাকুর মণ্ডল। তাঁর 'খুনের চেষ্টার' অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের কেষ্ট। সেই কারণে অনুব্রতকে আরও ৭ দিন পুলিশি হেফাজতে রাখার জন্য আবেদন করেন সরকারি আইনজীবী। কিন্তু সব দিক বিবেচনা করে বিচারপতি অনুব্রতকে জামিন দেন।
দুবরাজপুর আদালতে ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন পেলেন। ওই মামলার পরবর্তী শুনানি ১ জানুয়ারি। তবে এই মামলায় জামিন পাওয়ায় অনুব্রতকে এবার তিহাড় জেলে যেতে হতে পারে কারণ, গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি পেয়েছে ইডি। আরও পড়ুন-মাইসুরুতে দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদের গাড়ি
কিন্তু শিবঠাকুর মণ্ডলের মামলা এসে পড়ায় কেষ্টর দিল্লি যাত্রা থমকে গিয়েছিল। কিন্তু এই মামলায় জামিন পাওয়ায় অনুব্রতকে নিয়ে ইডির সামনে এখন আইনি বাধা অনেকটাই সরে গেল।