কলকাতঃ আর জি কর কাণ্ডের(R. G Kar Rape Case) প্রতিবাদে 'রাত দখল'(Reclaim The Night) কর্মসূচি থেকে ফেরার পথে ধর্ষিতা(Raped) হয়েছেন অঙ্কিতা বাউড়ি(Ankita Bauri) নামে এক তরুণী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের(Burdwan University) ছাত্রী তিনি তাঁকে খুন(Murder) করা হয়েছে বলেও খবর ছড়ায় সোশ্যাল মিডিয়ায়(Social Media)। তবে এই তথ্য একেবারেই ভুয়ো বলে জানিয়েছে পূর্ব বর্ধমান পুলিশ। শনিবার, পূর্ব বর্ধমান পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জানানো হয়, "কিছু মানুষ গুজব রটাচ্ছেন অঙ্কিতা বাউড়ি নামে একজন মহিলা গত ১৪ আগস্ট আরজি করের ঘটনার প্রতিবাদ মিছিল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষিতা এবং খুন হয়েছেন। কিন্তু, এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি। ভুয়ো তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।" এরপরই গুজব ছড়ানোর জন্য কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে বর্ধমান পুলিশ জানায়, এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ জানানো হয় রাজ্য পুলিশের তরফে। সব শেষে পূর্ব বর্ধমান পুলিশের সংযোজন, "পূর্ব বর্ধমান পুলিশ মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।"
West Bengal: Purba Bardhaman Police Deny Reports of Ankita Bauri’s Rape and Murder While Returning From August 14 Protesthttps://t.co/F7xSl5o8dF@BurdwanPolice #WestBengal #Bardhaman #KolkataProtest
— LatestLY (@latestly) August 17, 2024