কলকাতা, ১৬ মে: করোনায় সংবাদমাধ্যমে আরও এক মহীরূহের পতন। করোনায় প্রয়াত হলেন জি ২৪ ঘণ্টা নিউজ চ্যানেলের এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায় (Anjan Bandyopadhyay)। ক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বাইপাশের পাশে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। অনেক লড়াই চালাচ্ছিলেন মারণ ভাইরাসের সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত করোনায় প্রয়াত হলেন সবার প্রিয় অঞ্জন দা। আজ রাত ৯টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে সংবাদমাধ্যম জগতে নেমে এসেছে শোকের ছায়া।
তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেন জি নিউজ মিডিয়ার সিইও, এবং এডিটর ইন চিফ সুধীর চৌধুরী। আরও পড়ুন: West Bengal COVID-19: রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু দেড়শোর আরও কাছে, কিছুটা কমল সংক্রমণ
My colleague Anjan Bandopadhyay,Editor @Zee24Ghanta lost his battle to COVID today. He got infected while covering West Bengal election.I met him last on 19th Feb when we interviewed Home Minsiter @AmitShah in Kolkata. Never thought it will be my last picture with him.
ॐ शांति pic.twitter.com/YTaFaDpGNl
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) May 16, 2021
টিভি সাংবাদিকতা-সঞ্চালনায় একটা নিজস্ব ধারা এনেছিলেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট কথা বলতে ভালবাসতেন। টিভি সাংবাদিকতার পাশাপাশি ওয়েব সাংবাদিকতাতেও তিনি তাঁর দক্ষতার পরিচয় দেন। ৩৩ বছরের দীর্ঘ সাংবাদিক জীবনে অঞ্জন বন্দ্যোপাধ্যায় সব সময় সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব রাজনৈতিক বিশিষ্ট, মন্ত্রীদের সাক্ষাৎকারে নিয়েছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়েও তিনি বেশ কয়েকটি শো করেন।
তাঁর মৃত্যুতে গোটা বাংলার সাংবাদিকদের চোখে জল। সোশ্যাল মিডিয়া জুড়ে প্রিয় অঞ্জন দা-র মৃত্যুর শোকবার্তা চলছে। আনন্দবাজার গ্রুপের ডিজিটাল থেকে টিভি ৯-এর এডিটর হিসেবেও কাজ করেন তিনি। ২৪ ঘণ্টা চ্যানেলে একেবারে প্রথম দিন থেকে প্রধান হিসেবে কাজ করেন। বাংলা টিভি সাংবাদিকতার রূপ বদলের পথ প্রদর্শক বলাই যায় তাঁকে।
সম্প্রতি আজ তক-এর বিশিষ্ট সাংবাদিক-সঞ্চালক রোহিত সরদানাও করোনা আক্রান্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।