Anis Khan Murder Case: আনিস খান হত্যা মামলায় SIT গঠন রাজ্যের, বিস্ফোরণ দিলীপ ঘোষের
Dilip Ghosh (Photo Credit: Dilip Ghosh/Instagram)

কলকাতা, ২২ ফেব্রুয়ারি:  আনিস খান (Anis Khan) মুসলিম বলেই তাঁকে নিয়ে এত কথা হচ্ছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিস খানের মৃত্যু নিয়ে এবার এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) । বিজেপির (BJP) সর্বভারতীয় সহসভাপতি বলেন, ভোট পরবর্তী হিংসায় তাঁদেরও বহু কর্মী নিহত হয়েছেন। তখন এত কথা হয়নি। এবার আনিস খানের মৃত্যুর পর সিট গঠন করা হচ্ছে। বাস্তবে কী হয়েছিল, তা যাতে প্রকাশ্যে না আসে, তারজন্যই রাজ্য সরকার সিট গঠন করেছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এতদিন লাশ চুরি করতেন। এখন তাঁর হাত থেকে লাশ চুরি হয়ে গেল' বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তবে যাই হোক না কেন, আদতে কী হয়েছিল, তা পুলিশ খোলসা করে জানাক। ঘটনার তদন্ত হোক বলে দাবি করেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:  Anis Khan Murder Case: আনিস খানের খুনের মামলায় ৩ সদস্যের তদন্তকারী দল গঠন রাজ্য সরকারের

এদিকে আনিস খানের মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে সিট গঠন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সিআইডির  এডিজিপি জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে কাজ করবে এই বিশেষ তদন্তকারী দল। আগামী ১৫ দিনের মধ্যে সিট আনিস খানের খুনের তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেবে বলে জানা যাচ্ছে।