পারিবারিক অশান্তির জেরে ফের বধূহত্যা। খুন করা হল এক অঙ্গনওয়াড়ি (Anganwadi) কর্মরত মহিলাকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরে (Bishnupur)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মহিলাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যদিও প্রথমদিকে মহিলার বাপের বাড়িতে জানানো হয়ছিল যে জঙ্গলে গাছে ঝুলে আত্মঘাতী হয়েছে পিঙ্কি লোহার নামে ওই মহিলা। তবে ঘটনাস্থলে গিয়ে কোনও মৃতদেহ দেখতে পাওয়া যায়নি। উল্টে মহিলার শ্বশুরবাড়িতে গিয়ে দেহ উদ্ধার হয়। আর তারপরে খুনের দাবি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় পিঙ্কির স্বামী বাপি লোহারকে।
মহিলার বাড়ির সদস্যদের অভিযোগ, বছর আটেক আগে বিয়ে হয়ছিল পিঙ্কি ও বাপির। দুজনের সাত বছরের সন্তানও রয়েছে। প্রথমদিকে সবই ঠিকঠাক চললেও সম্প্রতি তাঁদের মেয়ের ওপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। মাঝেমধ্যেই পিঙ্কি জানাত যে তাঁকে মারধর করছে তাঁর স্বামী। পুলিশসূত্রের খবর, শনিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার কাজ করছিলেন ওই মহিলা। তখনই তাঁকে পাশের একটি জঙ্গলে ডেকে পাঠায় শ্বশুরবাড়ির লোকজনেরা। সেখানে যেতেই তাঁর ওপর হামলা চালানো হয়। যদিও খুন নাকি আত্মহত্যা, বিষয়টি স্পষ্টভাবে জানতে রবিবারই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে (Bankura Sammilani Medical College)।