এবার বাংলায় সেতু বিপর্যয়ের ঘটনা। আসানসোলের (Asansol) বানপুরে দামোদর নদীর ওপর অবস্থিত কালঝড়িয়া ওয়াটার প্রজেক্টের পাইপলাইন আচমকাই ভেঙে পড়ল। যার জেরে শহরের বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে জল সরবরাহ পরিষেবা। ফলে তীব্র গরমে জলের সমস্যায় ভুগতে চলেছে বহু মানুষ। ইতিমধ্যেই সেতুটি মেরামতির কার শুরু করেছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী। এদিকে এই ঘটনার সময় ব্রিজটি রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন দুই কর্মী। দুর্ঘটনার জেরে তাঁরা সেতু নীচে আটকে পড়েন। তাঁদের উদ্ধার করতে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। কয়েকঘন্টার চেষ্টায় তাঁদের সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়।

রক্ষণাবেক্ষণের অভাবেই ঘটেছে দুর্ঘটনা

জানা যাচ্ছে, এই পাইপলাইনের মাধ্যমে গঙ্গার জল পরিশ্রুত হয়েছে আসানসোল, বানপুরের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। আর এই প্রকল্পের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এর রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছিল না। এদেক সেতুর নীচে বালি চুরি হচ্ছিল। যার জন্য নদীর ধার, সেতুর পিলার দুর্বল হয়ে পড়ছিল। এই নিয়ে স্থানীয় থানা, প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনও কাজ হচ্ছিল না। আর এই কারণেই আজ বড়সড় বিপদ ঘটে গেল।

দেখুন অগ্নিমিত্রা পালের বক্তব্য

তীব্র সমালোচনা করলেন অগ্নিমিত্রা পাল

এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “আমি খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছি। চিন্তার বিষয় হচ্ছে এই তীব্র গরমের মধ্যে স্থানীয় বাসিন্দারা জল কবে পাবে। কর্মীরা মেরামতির কাজ করছে। আজকের এই ঘটনার জন্য বালি মাফিয়া আর রাজ্য প্রশাসনের উদাসীনতাই দায়ী। বালি চুরির কারণে মাটি আলগা হয়ে গিয়েছে। যার জেরেই ঘটেছে দুর্ঘটনা। আগামীদিনে এই বালি চুরির কারণে কত ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে, তা আন্দাজও করা যাচ্ছে না”।