Kolkata Metro (Photo Credits: X)

কলকাতা, ১২ জানুয়ারি:  Kolkata Metro Railway: জোকা-বেহালা-এসপ্ল্য়ানেড পার্পেল রুটের মেট্রো রেলের পরিষেবা সম্প্রসারিত হতে পারে ইডেন গার্ডেন্সের ১ নম্বর গেট পর্যন্ত। কলকাতা মেট্রোর বেগুনি লাইনে সম্প্রসারণে নয়া পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে জোকা-এসপ্ল্যান্ড মেট্রো লাইন ইডেন গার্ডেন্স অথবা বাবুঘাট পর্যন্ত দেড় কিলোমিটার সম্প্রসারিত হবে। ইডেন গার্ডেন্সের উল্টো দিকে, মোহনবাগান গ্রাউন্ডে পাশে হতে পারে নয়া মেট্রো টার্মিনাল স্টেশন।

ইডেন গার্ডেন্স মেট্রো স্টেশন

এই গুরুত্বপূর্ণ টার্মিনাল স্টেশনের মাধ্যমে ইডেন গার্ডেন্স সার্কুলার রেলওয়ে স্টেশন, বাবুঘাট আন্ত:রাজ্য বাসস্ট্যান্ড ও বাবুঘাট ফেরিঘাটের সঙ্গে সংযোগ করা সম্ভব হবে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট, বিধানসভা ভবন, রাজভবন ও আকাশবানী ভবনের মত গুরত্বপূর্ণ সরকারী দফতরেও যাতায়াত করা সহজ হবে এই মেট্রো স্টেশন চালু হলে। এর ফলে কলকাতার পরিবহণ ব্যবস্থায় বড় উন্নতি ঘটতে চলেছে। প্রস্তাবিত মেট্রো সম্প্রসারণটি বাস্তবায়িত হলে নিত্যযাত্রীদের বড় সুবিধা হতে চলেছে। ইডেন গার্ডেন্সে মেট্রো স্টেশন হলে রাজ্যের ক্রীড়াপ্রেমীদেরও বড় সুবিধা হবে। কারণ এই স্টেশনে নামলেই ইডেন গার্ডেন্স, নেতাজী ইন্ডোর স্টেডিয়াম, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে সহজেই চলে যাওয়া যাবে।

জোকা-বেহালা-ধর্মতলা মেট্রো

এখন কলকাতা মেট্রোর পার্পল বা বেগুনি লাইনের মোট দূরত্ব প্রায় সাড়ে ১৪.৪ কিলোমিটার। এই পথে মোট আটটি স্টেশন রয়েছে (বা থাকবে) মাটির উপর এবং বাকি চারটি মেট্রো স্টেশন ভূগর্ভস্থ।

জোকা-ধর্মতলা পার্পেল লাইনের স্টেশনগুলি হল-

জোকা, ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা, মাঝেরহাট, মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্কস্ট্রিট এসপ্ল্যানেড।

কলকাতা মেট্রো পার্পেল লাইন:

চালু হয়েছে- জোকা থেকে মাঝেরহাট (৮ কিলোমিটার পথ)

কাজ চলছে- মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড

প্রস্তাবিত- ইডেন গার্ডেন্স/বাবুঘাট।