বাংলায় অনুপ্রবেশ ইস্যু নিয়ে ফের সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার উত্তর ২৪ পরগনায় পেট্রাপোল বর্ডারে মৈত্রী দ্বার ও টার্মিনাল বিল্ডিং উদ্বোধন করতে যান তিনি। সেখানেই ২০২৬-এর নির্বাচন প্রসঙ্গ তোলেন তিনি। সামনেই বাংলার ৬ জেলায় উপ নির্বাচন রয়েছে। ফলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এদিন রাজ্য সরকারকে দুর্নীতি ও অনুপ্রবেশ ইস্যু নিয়ে খোঁচা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বলেন, "২৬-এ বিজেপি ক্ষমতায় সোনার বাংলা গড়ে তোলা হবে। কেন্দ্র সরকার যে কোনও প্রকারে এই অনুপ্রবেশ রুখবে বলে বার্তা দেন তিনি। বলেন, বাংলার বাসিন্দাদের বলছি ২০২৬-এ পরিবর্তন এনে বিজেপিকে ক্ষমতায় আনুন। আমাদের সরকার হলে অনুপ্রবেশ বন্ধ করেই শান্তির নিঃশ্বাস ফেলব"।
দুর্নীতি প্রসঙ্গেও রাজ্য সরকারকে কড়া বার্তা দেন স্বরাষ্টমন্ত্রী। তিনি দাবি করেন. "ইউপিএ যখন সরকারে ছিল তখন ২ লক্ষ ৯ হাজার কোটি টাকা দেওয়া হয়ছিল। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর ২০১৪-২৪ সাল পর্যন্ত লক্ষ ৭৪ হাজার কোটি টাকা দেওয়ার কাজ চলছে। তারপরেও কেন্দ্রের টাকা দুর্নীতির শিকার হচ্ছে। বিজেপি সরকার বাংলাকে যেভাবে অর্থনৈতিক ভাবে সাহায্য করেছে, ইউপিএ সরকার কোনওভাবেই সেই সাহায্য করেনি"।