দেশজুড়ে এমনিতেই যুদ্ধ পরিস্থিতি অব্যাহত। পাকিস্তান লাগোয়া সীমান্তবর্তী এলাকা অর্থাৎ জম্মু-কাশ্মীর, রাজস্থান, গুজরাট এই সমস্ত এলাকায় যেভাবে সেনাদের মধ্যে গুলির লড়াই চলছে, সেই তুলনায় হয়তো আমাদের এখানে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক। তবে আমাদের পড়শি দেশ আবার বাংলাদেশ (Bangladesh), সেখানেও ইদানিং ভারত বিরোধী কার্যকলাপ চলছে। এই অবস্থায় বিপদ কিছুটা হলেও আমাদের পাশেই রয়েছে, তা কিন্তু বলাই যায়। সেই কারণে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আগে থেকেই বাড়ানো হয়েছে নজরদারি।

জলপথে বাড়ানো হয়েছে নিরাপত্তা

এমনকী জলপথেও বাড়ানো হয়েছে নজরদারি। জানা যাচ্ছে পাথরপ্রতিমা, নামখানা, সাগর ও ফেসারগঞ্জে বাড়ানো হয়েছে নজরদারি। জলপথে দফায় দফায় নজরদারি চালাচ্ছে রাজ্যপুলিশ। আসলে এই সমস্ত এলাকাগুলি্তে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি। ফলে এই এলাকাগুলি থেকেও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে। তাই গত কয়েকদিন ধরেই সতর্কতার সঙ্গে নজরদারি রাখা হচ্ছে।

দেখুন ভিডিয়ো

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে ভারতে

প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে বাংলাদেশের। অন্তবর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস আসার পর থেকেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে। সেই কারণেই এখন নজরদারি বাড়িয়েছে ভারত সরকার।