বাড়ির বারন্দায় বসেছিলেন, হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল বাড়ি। আগুনের ঝলকানি চাক্ষুষ দেখলেন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া (Vaishali Dalmiya)। আর সেই আতঙ্কে আতঙ্কিত বৈশালী ও তাঁর পরিবার। খবর পেয়েই ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। বিজেপি নেত্রী জানিয়েছেন, রাত পৌনে ১২টা নাগাদ দুুই-তিনজন যুবক বাইকে করে তাঁর বাড়ির সামনে এসে বোম ফেলে যায়। যদিও অন্ধকার হওয়ার কারণে কারোর মুখ পরিস্কার দেখতে পাননি তিনি।

এলাকাবাসীরা জানিয়েছে, ঘরের সমস্ত কাজ সেরে ঘুমোতে যাচ্ছিলাম। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। প্রথমে ভাবা হচ্ছিল যে কারোর বাড়িতে সিলিন্ডার ফেঁটেছে। কিন্তু পরে দেখলাম বোম পড়েছে। বৈশালী ডালমিয়ার বক্তব্য, কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই যে এভাবে বোমা হামলা করা হবে। যদি বাড়ি দেওয়াল দিয়ে ঘেরা না থাকত তাহলে বোমার আগুন ঘরের মধ্যে ঢুকে যেতে পারত বলে আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি। যদিও রাজনৈতিক দ্বন্দ্বের কারণেও এই হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশসূত্রে খবর, ঘটনাস্থল থেকে বোমার সুতলি ও স্টোনচিপ উদ্ধার হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে সেই বিষয়ে জানতে প্রয়োজনে সিসিটিভি ফুটেজও দেখা যেতে পারে। বর্তমানে ওই এলাকা পুলিশি নজরদারির মধ্যে রয়েছে। ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী।