বড়বাজারের (Barabazar) ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতার সমস্ত রেস্তোরাঁয় বেআইনি নির্মান খতিয়ে দেখার জন্য আগে থেকেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পেতেই কলকাতা পুরসভা, পুলিশ ও দমকল বিভাগ আলোচনায় বসে। তারপরই শুক্রবার কলকাতা পুরনিগমে অবস্থিত সমস্ত রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়। জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই রেস্তোরাঁর মালিকদের কাছে পৌঁছে যাবে এই সংক্রান্ত নির্দেশিকা। ইতিমধ্যেই বরোভিত্তিক রিপোর্ট সংগ্রহ করা শুরু করা হয়েছে।
রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
পুরসভার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে রেস্তোরাঁ চালানোর জন্য বিক্রি বা ব্যবহার করা যাবে না বাড়ির ছাঁদ। কারণ, কোনও রকমের অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলেই মানুষ ছাঁদে উঠতে পারেন। এমনকী দমকলের কর্মীরাও ছাঁদ ব্যবহার করতে পারেন। কিন্তু ছাঁদ বন্ধ থাকলে তা সম্ভব নয়।
দেখুন ফিরহাদ হাকিমের বক্তব্য
#Breaking: #Kolkata mayor Firhad Hakim orders closure of all roof top restaurants in the city in view of fire safety measures. pic.twitter.com/5P8cxbxX0B
— Pooja Mehta (@pooja_news) May 2, 2025
মেয়রের নির্দেশ
এদিন মেয়র ফিরহাদ হাকিম জানান, রেস্তোরাঁর জন্য যেমন বাড়ির নীচের অংশ বিক্রি করা যাবে না, তেমনই ওপরের অংশও বিক্রি করা যা্বে না। আমরা খতিয়ে দেখছি শহরে কতগুলি এরকম রুফটপ রেস্তোরাঁ আছে। যত দ্রুত সম্ভব সেগুলি বন্ধ করতে হবে। এই সংক্রান্ত নির্দেশিকা শীঘ্রই পৌঁছে যাবে রেস্তোরাঁগুলির মালিকদের কাছে।