Alipurduar Foundation Day (Photo Credit: X@AITCofficial)

উত্তরবঙ্গের - "আলিপুরদুয়ার", নতুন জেলার জন্ম হয় - ২৫ জুন, ২০১৪ সালের এই দিনে প্রতিষ্ঠা হয়েছে। সেই বিচারে বুধবার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান রয়েছে। মূলতঃ এর পরিপ্রেক্ষিতেই সেখানকার বিধায়ক সুমন কাঞ্জিলালের হাতে মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত শুভেচ্ছা পত্র পৌঁছেছে। র নিজস্ব চেম্বারে আনুষ্ঠানিকভাবে তা তুলে দেন। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বিধায়ক ডাঃ রানা চ্যাটার্জি ও মহম্মদ আলিও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালে জুন মাসের চতুর্থ সপ্তাহে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন জেলার ঘোষণা করেন। সেইদিক থেকে প্রতিষ্ঠা দিবসের বুধবারের অনুষ্ঠান বেশ তাৎপর্যপূর্ণ। ডুয়ার্স কন্যাতে রয়েছে প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান। এই মুহূর্তে জেলাশাসকের তরফে সবরকম আয়োজন করা হয়েছে। এদিকে, বিভিন্ন স্থায়ী কমিটির বৈঠক চলছে বিধানসভায়। এর পরিপ্রেক্ষিতেই একাধিক বিধায়ক এদিন হাজির রয়েছেন বিধানসভাতে। বিধায়ক সুমন কাঞ্জিলাল পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান তিনিও বৈঠকে যোগ দিতে উপস্থিত রয়েছেন।

আলিপুরদুয়ার জেলার বুধবারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে শুভেচ্ছা পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে সু-পরামর্শ দিয়েছেন তিনি। স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল এই প্রসঙ্গে জানিয়েছেন, নতুন জেলা গঠনের পর থেকে উন্নয়নের গতি আরআরও ত্বরান্বিত হয়েছে এবং আগামীদিনে তা যেন অব্যাহত থাকে সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্বাক্ষরিত ওই লিখিত শুভেচ্ছা পত্র তথা চিঠিটি হাতে পেয়ে আপ্লুত এবং গর্বিত এবং তিনি আরও জানিয়েছেন, তাৎপর্যপূর্ণভাবেই এই দিনটি সেখানে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করতে ইতিমধ্যেই উদ্যোগী জেলা প্রশাসন। নতুন জেলাতে এই মুহূর্তে প্রায় ১১ লক্ষ জনসংখ্যা। আলিপুরদুয়ারবাসীও প্রতি বছরের মতো অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দিনটির। কাজেই জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের তরফেও নানা বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।