সাংবাদিক বৈঠকে মমতা( Photo Credit-ANI)

২৭মে, ২০১৯:‌ রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব (Home Secretary)হতে চলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়(‌Alapan Banerjee)। অত্রি ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। লোকসভা ভোটের শেষ দফার আগে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে(Aitry Bhattacrya)। কমিশনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিসের সহযোগিতায় কাজ করার জন্য নির্বাচন কমিশনে(Election Commission) চিঠি লিখেছিলেন অত্রি ভট্টাচার্য। তারপরেই ভোটের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

সেই নির্দেশ অনুযায়ী এতোদিন অত্রি ভট্টাচার্যের কাজ দেখছিলেন মুখ্য সচিব। ভোট মিটে যাওয়ার পর অত্রি ফিরলেন না তাঁর পদে, সেজায়গায় বসানো হল অলাপন ব্যানার্জিকে। আর রাজ্য নির্বাচন কমিশনার পদে বসানো হল সৌরভ দাসকে।