Photo Credits: ANI

বাংলায় ভোটের হিংসা রুখতে নির্বাচনের দিন সকাল থেকে ভোটের ময়দানে থাকবেন তিনি, সে কথা আগেই জানিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজ্যে ঘিরে ভোট হিংসার দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে এবার লোকসভায় (Lok Sabha Elections 2024) কোনরকম হিংসা, দুর্নীতি দরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। পশ্চিমবঙ্গে নির্বাচনী বিদ্বেষ রুখতে এবার নয়া পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যপাল।

জানিয়েছেন, তিনি (CV Ananda Bose) সাধারণ মানুষের সুবিধার্থে একটি বিশেষ পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজভবনের তরফে ওই পোর্টাল চালু করা হয়েছে। যার নাম 'লোগ সভা' পোর্টাল। ইমেল মারফত এই পোর্টালের মাধ্যমে আমজনতা সরাসরি রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাঁদের অভিযোগ, অনুযোগের কথা জানানে পারবেন রাজ্যের শীর্ষ কর্তার কাছে।

আরও পড়ুনঃ আচমকা ইস্তফা তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজনের, বিজেপির টিকিটে লড়বেন লোকসভায়!

নয়া উদ্যোগ রাজ্যপালের... 

logsabha.rajbhavankolkata@gmail.com- রাজভবনের তরফে চালু করা এই পোর্টালটির মাধ্যমে রাজ্যবাসী যোগাযোগ স্থাপন করতে পারবেন রাজ্যপালের সঙ্গে। সেখানে জনতার কাছ থেকে অভিযোগ পেয়ে প্রয়োজন মত পরামর্শ দেওয়া কিংবা ব্যবস্থা নিতে পারবেন বোস।