Agnimitra Paul on Abhishek Banerjee: 'বন্দ্যোপাধ্যায় পরিবার নাটকের কোম্পানি', অভিষেকের ইডি প্রত্যাখ্যান ঘিরে আক্রমণ অগ্নিমিত্রার
Agnimitra Paul (Photo Credits: ANI)

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে আগামী ৩ অক্টোবর তিনি সাড়া দেবেন না। আজ শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট জানিয়ে দিলেন সেই কথা। কারণ তখন তিনি থাকবেন দিল্লিতে। তৃণমূলের পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচিতে রয়েছে সেখানে। একই সঙ্গে কেন্দ্রীয় সংস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এদিন অভিষেক লিখেছেন, 'পারলে আমার আটকে দেখান'।

অভিষেককে যাত্রা সম্রাট শান্তিগোপালের সঙ্গে তুলনা করে তাঁর একহাত নিলেন বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কেবল অভিষেকই নন। বন্দ্যোপাধ্যায় পরিবারকেও 'নাটকের কোম্পানি' বলে মন্তব্য করেন তিনি। বিজেপির সাধারণ সম্পাদকের কথায়, 'শান্তিগোপালজি নানারকম চরিত্রে নাটক করতেন। কখনও লেনিন, কখনও মার্ক্স, কখনও স্বামী বিবেকানন্দ তো আবার কখনও নেতাজি সুভাষ চন্দ্র বসু। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেও আমার শান্তিগোপালজির কথা মনে পড়ে যায়। যদিও শুধু অভিষেক নয় গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার নাটকের কোম্পানি। যাত্রায় তাঁদের জুড়িমেলা ভার'। তাঁর আরও সংযোজন, 'কিন্তু এই সব করে এখানে লাভ হবে না। এত সংস্থা রয়েছে কই তাদের কাউক তো ইডি ডাকছে না।  লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে কোটি কোটি টাকার লেনদেন কোথা থেকে হল সেই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতেই হবে'।

শুনুন কী বললেন অগ্নিমিত্রা পাল... 

আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে অভিষেককে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ঘটনাচক্রে আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে (Delhi) তৃণমূল কংগ্রেসের ধর্না কর্মসূচী রয়েছে। তিনি যাতে দলের কর্মসূচিতে যোগ দিতে না পারেন সেই কারণেই বেছে বেছে এই দিনে তাঁকে ইডি তলব করেছে বলে দাবি ডায়ামন্ড হারবারের সাংসদের। পাল্টা দিয়েছেন অগ্নিমিত্রাও। তাঁর কথায়, 'আপনি কেন নিজেকে এত গুরুত্ব দিচ্ছেন। কে আপনি, সামান্য একজন সাংসদ'।