আজ মঙ্গলবার ইডি অফিসে হাজিরা দেবেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। গত সপ্তাহেই আবাসন দুর্নীতি মামলায় সাংসদ অভিনেত্রীকে হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটস (Enforcement Directorate)। সেই মত আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দেওয়ার কথা নায়িকার। তৃণমূল সাংসদের আবাসন দুর্নীতিতে নাম জোরানো এবং ইডির ডাক প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) প্রধানমন্ত্রী মোদীর গুণগান গেয়ে বললেন, 'এটা মোদী সরকার, ভারতে মোদী সরকার রয়েছে। তাই আপনি মুখ্যমন্ত্রী, নায়িকা, নায়ক যা খুশি হন না কেন আপনি যদি দুর্নীতি করেন কিংবা জনগণকে ঠকান তাহলে তাঁর কোন নিস্তার নেই। আপনার শাস্তি হবেই'।
এরপরেই নুসরতের (Nusrat Jahan) প্রসঙ্গে অগ্নিমিত্রার সংযোজন, 'অবসরপ্রাপ্ত যারা নিজের জীবনের সমস্ত পুঁজি ফ্ল্যাট কেনার জন্যে নুসরত জাহানকে দিয়েছিল তাঁরা ফ্ল্যাট তো পেলেনই না। আর টাকাও ফেরত পেলেন না। তদন্ত চলছে। যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে নুসরতের শাস্তি হবে'।
শুনুন কী বললেন বিজেপি বিধায়ক...
#WATCH | Kolkata, West Bengal: BJP State Secretary Agnimitra Paul says, "This is the Modi Government, you can be a chief minister, a politician or a film star, but you will not be spared if you cheat people... Retired people gave crores of rupees of their life savings to Nusrat… pic.twitter.com/aM9Ha7hHZo
— ANI (@ANI) September 12, 2023
উল্লেখ্য, নুসরতের (Nusrat Jahan) বিরুদ্ধে অভিযোগ সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচার সংস্থার ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন তিনি। সোমবার আলিপুর নিম্ন আদালতে ছিল সেই মামলার শুনানি। শুনানিতে আদালতের রায় নায়িকার পক্ষেই গিয়েছ বলে জানাচ্ছেন নুসরতের আইনজীবী। এরপর আগামী ৪ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ। সেখানে যদি আসতে বলা হয় তা হলে উনি আসবেন।