কলকাতা, ২২ মার্চ: রামপুরহাটে (Rampurhat) তৃণমূল কংগ্রেস (TMC) নেতা খুনের পরপরই গোটা এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের পর ১০-১২টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। যার জেরে এখনও পর্যন্ত ১০ জনের দগ্ধ হয়ে মৃত্যুর খবর মেলে। যা নিয়ে এবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি (রামপুরহাট) মনোজ মালব্য।
সাংবাদিকদের সামনে ডিজি বলেন, তৃণমূল নেতা খুনের ঘণ্টাখানেকের মধ্যে রামপুরহাটের ৭-৮টি বাড়িতে অগুন লাগার ঘটনা ঘটে। সোমবারের ওই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে জানান ডিজি। পাশাপাশি মনোজ মালব্য আরও বলেন, রামপুরহাটের ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর মেলে কিন্তু ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। রামপুরহাটের ঘটনায় সিট গঠন করা হয়েছে বলেও জানান মনোজ মালব্য (Manoj Malviya)।
আরও পড়ুন: West Bengal: তৃণমূল নেতা খুন, উত্তপ্ত রামপুরহাটের বগটুই থেকে উদ্ধার ১০ জনের দগ্ধ দেহ
সোমবার তৃণমূলের উপপ্রধাব ভাদু শেখ স্থানীয় চায়ের দোকানে বসেছিলেন। ওই সময় ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ভাদু শেখকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনার পর গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।