কলকাতা: ডিএ-র (DA) দাবিতে দু দফার অনশন কর্মসূচীতে কাজ হয়নি। কর্মবিরতিতেও মেলেনি সাড়া। তাই এবার ধর্মঘটের রাস্তাতেই হাঁটল বাম সমর্থিত রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ (Left Front Calls Bandh)। আগামীকাল অর্থাৎ শুক্রবার নিজেদের দাবি আদায়ে রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। আর যা রুখতে মরিয়া হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও (West Bengal Government)।
বৃহস্পতিবার রাত পোহালেই বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের ধর্মঘট হবে। আর এই ধর্মঘটে যোগ দিয়ে শুক্রবার অফিসে না এলে শুধু মাইনে বা ছুটি কাটা নয়, শোকজ করা হবে। আর উপযুক্ত উত্তর না পেলে চাকরিতে সার্ভিস রেকর্ডও ব্রেক হবে বলে কড়া নির্দেশ জারি করল নবান্ন।
২০২৩-২৪ আর্থিক বর্ষের বাজেট পেশের পর ফের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৩৮ শতাংশের বদলে এবার ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিন্তু, রাজ্য সরকারি কর্মীদের আর কতদিন অপেক্ষা করতে হবে? বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'ডিএ দেওয়ার ক্ষমতা নেই'। তাঁর আরও বক্তব্য়, 'আর কত চাই? কত দিলে সন্তুষ্ট হবেন? দয়া করে আমার মুণ্ডু কেটে নিন, তাহলে যদি আপনারা সন্তুষ্ট হন'।
এদিকে বকেয়া ডিএ-র দাবিতে এখনও অনড় যৌথমঞ্চ। অনশন চলছে ধর্মতলায়। শুধু তাই নয়, দু'দফায় কর্মবিরতি পর, এবার ধর্মঘটের পথে আন্দোলনকারীরা। আগামীকাল, শুক্রবার বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘট পালিত রাজ্যজুড়ে। আরও পড়ুন: West Bengal: উত্তর ২৪ পরগনার আন্তর্জাতিক সীমান্ত থেকে বাজেয়াপ্ত ২৩টি সোনার বিস্কুট