এবার থ্রেট কালচারের শিকার হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাঁকে সোশাল মিডিয়ায় আক্রমণ করেই চলেছে একদল মানুষজন। জল সেখানেই থেমে থাকেনি। এবার তাঁর বাড়ির সামনে পড়ল সামাজিক বয়কটের পোস্টার। সেই সঙ্গে তাঁকে এলাকা ছাড়া্র হুমকিও দেওয়া হল। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। খাস কলকাতায় বাক স্বাধীনতার কোনও সুযোগ নেই, প্রশ্ন তুলছেন অনেকে। এই ঘটনায় অনেকেই অভিনেত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন।

থানায় অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী

শ্রীলেখার তরফে জানানো হয়েছে, বুধবার সকালেই তাঁর বাড়ির সামনে হুমকি পোস্টার পড়ে। কে বা কারা লাগিয়েছেন সেটা তিনি জানেন না। পোস্টার পড়তেই তিনি ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ জানিয়েছেন। সোশাল মিডিয়াতেও তাঁকে অবিরত হুমকি দেওয়া হচ্ছে, এমনকী অজ্ঞাত নম্বর থেকেও ফোন করে দেওয়া হচ্ছে হুমকি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখার অভিযোগ, তামান্নাকে সমর্থন ও রাজ্যের শাকস দলকে নিয়ে সমালোচনার কারণেই তাঁকে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

কেন হুমকি দেওয়া হচ্ছে শ্রীলেখাকে?

আসলে নবান্ন অভিযানের দিন হাজরা মোড়ে তামান্নার পরিবারকে নিয়ে জনসভা করছিল বামেরা। সেই সভায় উপস্থিত ছিলেন শ্রীলেখা মিত্র ও বাদশা মৈত্রর মতো টলি অভিনেতারা। সেখানেই বক্তৃতা দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘ডাইনি’ বলে কটাক্ষ করেন তিনি। এই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। যার ফলেই কিছু মানুষ তাঁকে সোশাল মিডিয়ায় আক্রমণ করে চলেছে।