কলকাতা, ২ মার্চ: তৃতীয় দফার ভ্যাকসিনেশন শুরু হতেই নেতামন্ত্রী, খেলোয়াড়দের ভ্যাকসিন নেওয়ার হিড়িক। আজ রাজ্যে বারাসাত সদর হাসপাতালে করোনার ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীও (Chiranjeet Chakraborty)। এদিন করোনার ভ্যাকসিন নেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়কও (MLA)।
যদিও কয়েকদিন আগেও তাঁর দলে থাকা নিয়ে দোলাচল চলছিল তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর। রাজনীতির রঙ্গমঞ্চ থেকে নাটকীয়ভাবে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভ্যাকসিন নিয়ে এবার তিনিই ফের রাজনীতির মূলস্রোতে থাকার ইঙ্গিত দিয়ে জানান, ‘সামনেই ভোট, তাই টিকাটা নিয়ে রাখলাম, ভোট ঘোষণা হয়ে গেছে তবে, এখনও টিকিট পাইনি, টিকিট হয়তো পেয়ে যাব, তাই আগে থেকে টিকা নিয়ে রাখলাম।'
আরও পড়ুন, এসে গেছে FAU-G মোবাইল গেম, ডাউনলোডের আগে খুঁটিনাটি জেনে নিন
২০১৬-তেও তাঁর জয়ের ধারা অব্যাহত থাকে। চিরঞ্জিৎ চক্রবর্তীর পাশাপাশি এদিন, বারাসাত সদর হাসপাতালে করোনার ভ্যাকসিন নেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ জানান, ‘বিধায়ক, জনপ্রতিনিধি তাই এক্সামপেল সেট করার জন্য টিকা নিলাম৷’