কসবা গণধর্যণকাণ্ডে (Kasba Gang Rape Case) তদন্ত অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তরকারী দল। শুক্রবার ভোরেই মনোজিৎ সহ চার অভিযুক্তকে কলেজে নিয়ে গিয়ে ঘটনার পুননির্মাণ করেছে পুলিশ। পাশাপাশি তাঁদের দফায় দফায় জেরা করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরমধ্যেই জানা গিয়েছে, ঘটনার দিন তরুণীকে ধর্ষণের পর তিনজনে মিলে গার্ডরুমে বসে মদ্যপান করে। এমনকী গোটা ঘটনা নিয়ে প্রকাশ্যে যাতে কোনও কথা না বলে, সেইজন্য নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকিও দেয় মনোজিৎ মিশ্র।

ধর্ষণের পর কী কী ঘটনা ঘটায় মনোজিতরা

পুলিশসূত্রে খবর, মদ্যপান করে মনোজিৎ, জইব এবং প্রমিত ইম বাইপাসে গিয়ে বাইপাস ধাবায় ডিনার করে। তারপর ভোরের দিকে বাড়ি ফেরে তিনজনে। এর আগে মনোজিতের কল রেকর্ড খতিয়ে দেখে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছিল যে ঘটনার পর কলেজের ভাইস প্রিন্সিপালকে ফোন করেছিল মনোজিৎ। দুজনের মধ্যে ঘন্টাখানেক কথা হয়। ফলে এই সময়ের মধ্যেই তাঁদের কথা হয়েছিল। তবে দুজনের মধ্যে কী কথা হয়, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

দেখুন পোস্ট

কসবা ধর্ষণকাণ্ড

প্রসঙ্গত, গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণের ঘটনা ঘটে। নির্যাতিতা কসবা থানায় লিখিত অভিযোগ দায়েরের পর এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তিন প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীকালে ঘটনার তদন্তভার সিট নিলে কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ।