প্রতীকী ছবি (Photo Credits: File Photos)

ছবি বিকৃত করে ভয় দেখিয়ে ধর্ষণ করা হল নাবালিকাকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। গত মাসে ঘটনাটি ঘটার পর গত বুধবার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ও তাঁর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল ফোনও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। এদিকে বৃহস্পতিবারই অভিযুক্তকে হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

অভিযুক্তকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ

জানা যাচ্ছে, গত মাসের ২৪ তারিখ নাবালিকাকে একটি বিকৃত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে অভিযুক্ত। তারপর ওইদিনই তাঁকে ধর্ষণ করে। এরপর ভয়ে বাড়িতে কিছু না বললেও গত বুধবার পরিবারকে সবকিছু জানায়। তারপরই তাঁরা পুলিশের দারস্থ হয়। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে গাইঘাটা থানার পুলিশ। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

রাজ্য প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে ধর্ষকদের বিরুদ্ধে

আরজি কর ঘটনার পর থেকে বিগত কয়েকমাসে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে রাজ্যে। অনেকক্ষেত্রে রাজ্য প্রশাসন দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে অভিযুক্তকে কড়া শাস্তির দিয়েছে। তারপরেও রাজ্যে কমেনি ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনা।