কলকাতা, ২৩ নভেম্বর: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে কলকাতায় নামল পারদ। সোমবার সকালেই শিরশিরে শীতে কেঁপে উঠল শহর কলকাতা (Winter In West Bengal)। আলিপুরের হাওয়া অফিস বলেছিল, সপ্তাহের শুরুতে পারদ নামবে ১৬-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কার্যক্ষেত্রে দেখা গেল আজ সকালে কলকাতার তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কলকাতার তাপমাত্রা এক ঝটকায় এতটা নামলে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে ভিন্ন ফল হবে না তা বলাই বাহুল্য। কলকাতা-র আশপাশের জেলাগুলিতে ১৫ বেশ কেক ডিগ্রি নিচে নেমেছে আজকের তাপমাত্রা। পূর্বাভাসে বলা হয়েছিল, শার্ফ ফল দেখা যাবে চলতি সপ্তাহের ২৩, ২৪, ২৫ ও ২৬ নভেম্বর। এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে তাপমাত্রা। হলও তাই। সপ্তাহের শুরুতেই শীতের কনকনানি অনুভব করল দক্ষিণবঙ্গ। আরও পড়ুন-Kolkata: মঙ্গলবার নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
উল্লেখ্য, গত শুক্র শনিবারে আকাশ ছিল মেঘের ঘনঘটা, সূর্যের দেখাও প্রায় মেলেনি। তাপমাত্রাও বেশ অনুভূত হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই মেঘের জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে তাপমাত্র হটাৎ করেই অনেকটা নেমেছে। আর সোমবার সকালেই জাকিয়ে শীত টের পাচ্ছে শহরবাসী ও জেলার বাসিন্দারা। আগামী কয়েকদিন ঠান্ডা থাকবে বেশ। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বলা বাহুল্যষ এমনিতেই বরাবরের শীতকাতুরে উত্তরবঙ্গ। দক্ষিণে যখন পারদ নেমেছে সেখানে যে ছবিটা বদলাবে তা বলাই বাহুল্য। হালকা চাদর নয় ঢাউস কম্বল টেনে গায়ে দিতে শুরু করেছে উত্তরবঙ্গবাসী। করোনা আবহে এমনিতেই আবহাওয়ার হালহকিকত নিয়ে মানুষ তেমন কিছু ভেবে উঠতে পারছে না। এই অবসরে শীতের দেখা মেলায় খুশি বঙ্গবাসী।