DVC (Photo Credit: Wikipedia)

সবেমাত্র দশমী পেরিয়ে আজ একাদশী। আজও রাজ্যের বিভিন্ন এলাকার বনেদি ও বারোয়ারি পুজোর বিসর্জন চলছে। এই অবস্থায় মাইথন, পাঞ্চেতের জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন (Damodar Valley Corporation)। ডিভিসি সূত্রে খবর, দুই জলধার থেকে ৬৫ থেকে ৭০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় এই সংস্থার ওপর বেজায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে এই বিপুল পরিমাণে জল ছাড়ার কারণে ফের বন্যা পরিস্থিতি দেখা যেতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসি রাজ্য সরকারকে আগাম সতর্ক না করেই ডিভিসি ইচ্ছাকৃতভাবে জল ছেড়েছে।

কী বলছে ডিভিসি?

এই প্রসঙ্গে ডিভিসির তরফে জানানো হয়েছে, ডিভিসি নিজের ইচ্ছামতো জল ছাড়ে না। আমরা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড দুই রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলেই জল ছেড়েছি। আর আমরা জল ছাড়তে বাধ্য। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে ঝাড়খণ্ডে তুমুল বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় ডিভিসি জল না ছাড়লে বিপদে পড়ত পড়শি রাজ্য। এই জল ছাড়ার কারণে দামোদর নদ সংলগ্ন এলাকার জলস্তর বাড়তে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাও জলমগ্ন হতে পারে।

কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য

এই নয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিগত কয়েকবছর ধরেই দশমীর দিন বা তার পরেরদিন ডিভিসি জল ছাড়ে। আগামী বছর তো রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে বাংলাকে ভাসাতে চাইছে কেন্দ্র সরকার। আসলে বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয় না. তাই এভাবে বাংলার মানুষের প্রতি প্রতিশোধ নেওয়া হচ্ছে। আগামী বছর বিসর্জন হবে, তবে বাংলার নয়, বরং বাংলা বিরোধী বিজেপির।