Abhishek Banerjee (Photo Credit: Twitter/IANS)

কলকাতাঃ আর জি কর কাণ্ডের(R G Kar Rape Case) প্রতিবাদে যখন উত্তাল গোটা দেশ তখন কেন দীর্ঘদিন ধরে মুখে কুলুপ এঁটেছেন তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয়  সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)? প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। এই জল্পনার মাঝেই নীরবতা ভাঙলেন তৃণমূলের সেকন্ড ইন কমান্ড। বৃহস্পতিবার সকালে লম্বা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার জন্য চাপ দিয়েছেন অভিষেক। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "গত ১০ দিনে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে যখন রাস্তায় নেমেছে গোটা দেশ, সুবিচারের দাবিতে আন্দোলন চলছে, তখন দেশজুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। ভারতের বিভিন্ন প্রান্তে ৯০০ জনকে ধর্ষণ করা হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে দেশজুড়ে। অথচ এত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না।" এখনেই শেষ নয় অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি আরও লেখেন, "শুধু প্রতিশ্রুতি দিলে হিবে না। ৫০ দিনের মধ্যে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে। রাজ্যসরকার গুলিকে ইউনিয়নকে চাপ দিতে হবে কড়া আইন আনার জন্য,যাতে দ্রুত বিচারপক্রিয়ার নিষ্পত্তি হয় এবং দোষীরা শাস্তি পায়।" প্রসঙ্গত, গত ৯ অগস্ট আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পাঁচদিন পর অর্থাৎ ১৪ অগস্ট প্রথম এই বিষয়ে মুখ খোলেন অভিষেক। সে বার অভিযুক্তর এনকাউন্টারের পক্ষে জোরাল সওয়াল করেছিলেন তিনি। এরপর আর সেভাবে এই ব্যাপারে তাঁকে মন্তব্য করে শোনা যায়নি। অভিষেকের নিষ্ক্রিয়তা নিয়ে মন্তব্য করেন কুণাল ঘোষ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট