Photo Credits: ANI

কলকাতা: ভোট প্রচারের সময় 'নো ভোট টু মমতা' (NO VOTE TO MAMATA) স্লোগান দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে সুর মেলাতে দেখা গেছিল অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতা-কর্মীর। মঙ্গলবার সন্ধ্যায় বেশিরভাগ আসনের ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায় রাজ্যজুড়ে বয়ে গেছে সবুজ ঝড়। এরপর টুইট করে শুভেন্দু-সহ বিরোধীদের কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

রাজ্যের সাধারণ মানুষকে টুইট করে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি লেখেন, "ভোট প্রচারের সময় বিরোধীরা স্লোগান তুলেছিল 'নো ভোট টু মমতা'। কিন্তু, সেই স্লোগানই 'নাও ভোট ফর মমতা' (NOW VOTE FOR MAMATA) হয়ে ফিরে এসেছে ভোটের ফলাফলে। ওই স্লোগানকে বদলে দেওয়ার জন্য আমি মানুষের কাছে কতৃজ্ঞ (Grateful)। তৃণমূলে নবজোয়ারের (Trinamoole NaboJowar) প্রতি অটুট সমর্থনের (unwavering support) জন্য আমরা নিশ্চিত ভাবেই বিরাট জয়ের পথে এগোচ্ছি। যা লোকসভা নির্বাচনের (LS elections) রাস্তা তৈরি করবে। বাংলা (Bengal), সমস্ত ভালোবাসার (love) জন্য আমি কৃতজ্ঞ।’’

আরও একটি টুইটে অভিষেক কটাক্ষ করেন, ‘‘মূলস্রোতের সংবাদ মাধ্যমের (mainstream media) বন্ধুদের দুঃখের সামনে নিশ্চয়ই বিজেপি (BJP), সিপিএম (CPIM) ও কংগ্রেসের (Congress) সম্মিলিত হতাশাও ফিকে হয়ে গেছে। এমনকী বাংলার তৃণমূল সরকারকে নিয়ে অসৎ মনোভাবের ভিত্তিহীন প্রচারও (baseless propaganda) ভোটারদের ভুল বোঝাতে পারেনি।’’ আরও পড়ুন: WB Panchayat Election Results 2023: ৯২৮টি জেলা পরিষদ আসনের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল জয়ী ৬৮টি-তে, বিজেপি মাত্র ১