অভিষেক ব্যানার্জি। (Photo Credits: Facebook)

কলকাতা, ১৭ ডিসেম্বর: রাজ্যে আসার কয়েকদিনের মধ্যেই খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে শুরু হয়েছিল সংঘাত। যা এখন মধ্যগগনে। বলা বাহুল্য, রাজ্যপাল জগদীপ ধনখড় ও মমতা ব্যানার্জির সম্পর্ক এখন একপ্রকার আদায়-কাঁচকলায়। বারবার নানা ইস্যুতে মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) আক্রমণ শানিয়েছেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়েও রাজ্যের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন। এনিয়ে দলের অন্যান্য নেতারা রাজ্যপালকে পালটা আক্রমণ করলেও এতদিন চুপই ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। তবে মঙ্গলবার রাজ্যপালকে এক হাত নিলেন তিনি। এক কথায় বলা যেতে পারে, রাজ্যপাল জগদীপ ধনখড়কে 'বঙ্গানুবাদ' শেখালেন অভিষেক ব্যানার্জি।

মমতা ব্যানার্জির উদ্দেশে এদিন একটি চিঠি লেখেন রাজ্যপাল (Governor)। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ডেকে পাঠান মুখ্যমন্ত্রীকে। সেই চিঠিটি স্বভাবতই রাজ্যপালের লেটারহেডে লেখা। কিন্তু সেই লেটারহেডে তাঁর পরিচয় লিখতে যে দুটি ভাষা ব্যবহার করা হয়েছে তা হল ইংরেজি ও হিন্দি। হিন্দিই রয়েছে সবার উপরে। আর তা নিয়েই রাজ্যপালকে তীরের ফলায় বিদ্ধ করলেন অভিষেক। ট্যুইট করে তিনি লেখেন, 'আপনি পশ্চিমবঙ্গের সম্মানীয় রাজ্যপাল। কিন্তু আপনার লেটারহেডে হিন্দি বা ইংরেজির স্থান থাকলেও বাংলার কোনও জায়গাই নেই। যদি আপনার সাহায্যে লাগে, তাই বাংলায় অনুবাদ করে দিলাম। রাজ্যপাল, পশ্চিমবঙ্গ।' আরও পড়ুন: Manoj Mukund Naravane: দায়িত্ব থেকে অবসর বিপিন রাওয়াতের, ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন মনোজ মুকুন্দ নারাভানে

বিপাকে পড়েছেন বুঝতে পেরেই তড়িঘড়ি সেই ট্যুইটের (Tweet) উত্তর দেন রাজ্যপাল ধনখড়। তিনি লেখেন, 'খুব ভালো পরামর্শ। খুব তাড়াতাড়ি এই বিষয়টি শুধরে নেওয়া হবে। ইতিমধ্যেই আমন্ত্রণের মতো নানা ক্ষেত্রে এই বিষয়টি শুধরে নেওয়া হয়েছে। ধন্যবাদ।'