Jail - Representational Image (File Photo)

হাসপাতালের ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি। মেইন গেট সহ প্রতিটি ওয়ার্ডেই নিরাপত্তারক্ষী রয়েছে, তারপরেও রায়গঞ্জ মেডিকেল কলেজে (Raiganj Medical College) এক যুবককে খুনের চেষ্টা করল দুই ব্যক্তি। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে সুরজিৎ দাস নামে ওই যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এবং ঘটনাটি ঘটেছে হাসপাতাল চত্বরেই। এই অভিযোগে ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোড়গোল পড়েছে এলাকায়। হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

জানা যাচ্ছে, এদিন রাত ১২টা নাগাদ পেশায় কাঠের মিস্ত্রি সুরজিৎ সুভাষগঞ্জের দাসপাড়ায় একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তাঁর পূর্ব পরিচিত রামপ্রসাদ দাস ও প্রকাশ দাস নামে দুই ব্যক্তি ওই চায়ের দোকানে পৌঁছায়। তাঁরা পেশায় আবার গাড়ির চালক। রামপ্রসাদের কাছ থেকে টাকা পেতেন সুরজিৎ। আর সেই টাকা চাইতেই ঘটে বিপত্তি। প্রকাশ ও রামপ্রসাদ চড়াও হয় সুরজিতের ওপর। বচসার মাঝেই একটি ইটের টুকরো দিয়ে সুরজিতের মাথায় আঘাত করা হয়।

ঘটনাস্থলেই অচৈতন্য অবস্থায় পড়ে যায় ওই যুবক। তাঁকে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করায়। সেখানেই চিকিৎসা চলাকালিন তাঁর ওপর ফের হামলা চালায় রামপ্রসাদ ও প্রকাশ। সুরজিতের ওপর পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে অভিযুক্তরা। কিন্তু হাসপাতালের কর্মীরা তাঁদের বাধা দেয় এবং পরবর্তীকালে পুলিশ তাঁদের গ্রেফতার করে।