প্রতীকী ছবি (File Photo)

জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। পুলিশে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। দিনের পর দিন জমি নিয়ে চাপ দিতে থাকে প্রতিবেশী। আর এই নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়লেন এক মহিলা। বুধবার ওই মহিলাকে কার্যত দড়ি দিয়ে হাত,পা বেধে অত্যাচার চালায় প্রতিবেশী। জানা যাচ্ছে, তাঁকে মারধরও করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ও তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা এলাকার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে। জানা যাচ্ছে, আক্রান্ত মহিলা ও তাঁর স্বামীর সঙ্গে জমি কেনাবেচার সময় আর্থিক লেনদেন ও এলাকার একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।

এই নিয়ে সম্প্রতি বিবাদ চরমে পৌঁছালে নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ জানালে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার পালিয়ে যায়। এমনকী পুলিশের তরফ থেকে তাঁদের দুই পক্ষকেই থানায় বসে বিবাদ মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওই সিভিকের পরিবার পাড়ায় সালিশি সভা বসিয়ে সমস্যা সমাধানের দাবি জানায়। এরপরেই অভিযুক্তের পরিবার গত মঙ্গলবার রাতে নির্যাতিতার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

এই নিয়ে বুধবার সকালে মহিলার স্বামী থানায় অভিযোগ জানাতে যায়। আর মঙ্গলবারের ঘটনার প্রতিবাদ করতে সিভিকের বাড়ি যেতেই তাঁর ওপর চড়াও হয় পরিবারের সদস্যরা। তাঁকে দড়ি দিয়ে বেধে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ