ফের শহর কলকাতা থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের একটি মৃতদেহ। দিন কয়েক ধরেই বিভিন্ন জায়গা থেকে এরকমই দেহ বা দেহাংশ উদ্ধার হচ্ছে। এবার শুক্রবার এরকমই ঘটনার সাক্ষী খাকল গল্ফগ্রীনবাসী (Golf Green)। জানা যাচ্ছে, এদিন সকাল ৭টা নাগাদ একটি বহুতলের পেছনে থাকা একটি ভ্যাট থেকে উদ্ধার হয়েছে মহিলার কাটা মুণ্ডু। প্রথমে স্থানীয় বাসিন্দারা নকল মাথা মনে করলেও পরে পরিচ্ছন্নতা কর্মী এসে একটু নেড়ে ঘেটে দেখতে গিয়েই আঁতকে ওঠেন। ফলে তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় থানায়।

ঘটনাস্থলে আসেন ডেপুটি কমিশনার বিদিশা কলিতা। ইতিমধ্যেই পুলিশ এসে মহিলার কাটা মুণ্ডুটি উদ্ধার করেছেন। সেই সঙ্গে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় যাতে বাকি দেহাংশ পাওয়া যায়। কিন্তু মুণ্ডু ছাড়া কিছুই উদ্ধার হয়নি। সেই সঙ্গে মহিলার নাম পরিচয় কোনওকিছুই জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে ওই এলাকায় কে এই মুণ্ডুটি ফেলে গিয়েছে, তাঁর খোঁজ করা হচ্ছে।

প্রসঙ্গত, দুদিন আগেই ঠাকুরপুকুরের একটি ভ্যাট থেকে এরকমভাবেই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই ক্ষেত্রেও ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। সেই ঘটনার তদন্ত করছে পুলিশ। এর আগে গত এপ্রিল মাসে খিদিরপুর থেকে এক মহিলার দেহাংশ প্যাকেটে মোড়া অবস্থায় পাওয়া গিয়েছিল। পরে অবশ্য জানা যায় পারিবারিক শত্রুতার কারণে তাঁকে খুন করা হয়ছিল।