পেঁয়াজ বিতরণ করছে বাচ্চারা (Photo: Sanjoy Patra)

শ্রীরামপুর, ২৫ ডিসেম্বর: খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন ( Christmas)। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এদিন জন্মগ্রহণ করেন। ধর্ম যার যার, উৎসব সবার। এই সত্যকে সমনে রেখে চারদিকে চলছে বড়দিন উদযাপনের সব রকম প্রস্তুতি। আর উৎসবের আনন্দ বেড়ে যায় উপহার পেলে। উপহার মানেই একটু অন্যরকম ভালোলাগা, ভিন্ন স্বাদের অনুভূতি। অভিজাত গিফট শপ আর শপিংমল, সেই সঙ্গে কিছু ফ্যাশন হাউস ঝলমল করছে নানা উপহার সামগ্রীতে। আর প্রিয় মানুষটিকে প্রিয় জিনিসটি উপহার দেওয়ার জন্য ভিড় বাড়ছে। তবে হুগলির জেলার শ্রীরামপুর (Serampore) চার্চের সামনের ছবিটা একটু অন্যরকম ৷ গির্জার সামনে দেখা গেল, ছোটো ছোটো বাচ্চারা সান্তা সেজে পেঁয়াজ (Onion) উপহার হিসেবে তুলে দিচ্ছে সাধারণ মানুষদের মধ্যে। ঠিকই পড়ছেন। পেঁয়াজ উপহার।

তা হঠাৎ সব ছেড়ে বাচ্চারা পেঁয়াজ বিলি করছে কেন? অন্য উপহার কি শেষ হয়ে গেছে নাকি? প্রশ্নের উত্তর পেতে খানিকটা সময় লাগল। যেটা জানা গেল সেটা হল এই পেঁয়াজ বিলির মূল উদ্যোক্তা হলেন শ্রীরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্তোষ কুমার সিং (Santosh Kumar Sing)৷ কয়েক মাস ধরেই শাক-সবজি, পেঁয়াজের দাম আকাশছোঁয়া। বাজারে গিয়ে পেঁয়াজের দাম শুনে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তর। পরিস্থিতি ঠিক করতে বন্ধ করা হয়েছে পেঁয়াজের রপ্তানিও ৷ বরং পরিস্থিতি সামলাতে বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। কিন্তু, এখনও কমেনি পেঁয়াজের দাম ৷ আর সেই কারণেই এমন অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত তাঁর৷ আরও পড়ুন:  3D Santa Claus: বালি দিয়ে বিশ্বের সবচেয়ে বড় থ্রি ডি সান্টাক্লজ, আবারও তাক লাগালেন সুদর্শন পট্টনায়েক

এই বিষয়ে সন্তোষ সিং জানান, পেঁয়াজের দাম যাতে কমে৷ কেন্দ্রীয় সরকার যাতে এনিয়ে পদক্ষেপ নেয় তারই দাবি তিনি এর মাধ্যমে জানাচ্ছেন। তাঁর কথায়, "সান্টাক্লজের তরফে এই বার্তা দেওয়ার জন্য পেঁয়াজ বিলি করা হচ্ছে৷" এদিকে পেঁয়াজ পেয়ে মুখে হাসি আম জনতার৷