আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) আবারও ছাত্রমৃত্যুর ঘটনা। শুক্রবার বিকেলে ক্যাম্পাসের রাজেন্দ্র প্রসাদ হলের ডি-২০১ রুম থেকে উদ্ধার হয়েছে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বছর ২১-এর ঋতম মণ্ডলের ঝুলন্ত দেহ। ঋতম টালিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই তাঁর পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার করেছে দেহ। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আত্মহত্যার কারণ এখনও অজানা। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।

দেহ উদ্ধার করে পুলিশ

জানা যাচ্ছে, ঘরের দরজা দীর্ঘক্ষণ না খোলায় ডাকাডাকি শুরু করে সহপাঠীরা। এরপর হস্টেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেচিয়ে ঝুলছে ঋতমের দেহ। তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর দেহটি পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। যদিও ঋতমের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

এই নিয়ে চলতি বছরে মোট ৪ জন পড়ুয়ার আত্মহত্যার খবর সামনে এসেছে। ২০২২ থেকে এখনও পর্যন্ত সাতজন আইআইটি খড়গপুরের পড়ুয়ার মৃত্যু হয়েছে। কেন আইআইটি খড়গপুরে পড়ুয়াদের মৃত্য হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। পড়াশুনোর চাপে মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণে এই ঘটনাগুলি ঘটছে, তা খতিয়ে দেখছে  পুলিশ।