
প্রয়াত ভারতীয় ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের (PK Banerjee) বাড়িতে খুন হলেন এক ব্যক্তি। শুক্রবার অর্থাৎ দোলের দিন রাতে সল্টলকের জিডি ব্লকের ২৭৩ নম্বর বাড়িতে পরিচারকেরা মিলে মদ খাচ্ছিলেন। সেই সময় গাড়ির চালকের সঙ্গে এক পরিচারকের বচসা হয়। তখনই রাগের মাথায় ওই ড্রাইভার ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারে ওই ব্যক্তিকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তাঁরাই এসে দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
কীভাবে হল খুন?
জানা যাচ্ছে, সল্টলেকের ওই বাড়িতে ফুটবলারের দুই মেয়ে বর্তমানে থাকেন। তাঁদের মধ্যেই একজন সম্প্রতি থাইল্যান্ড থেকে ঘুরে এসেছেন। ঘটনার দিন দুজনেই বাড়িতে ছিলেন। এদিকে রাতের দিকে বাড়ির পরিচারক ও কর্মীরা মদের আসরে বসেছিলেন। তখনই গাড়িচালক বরুণ ঘোষের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে ভগীরথ বলে এক কেয়ারটেকারের ঝামেলা লাগে। সেই ঝামেলাই হাতাহাতির পর্যায়ে চলে যায়। তখনই বরুণ রান্নাঘরে গিয়ে একটি ছুরি নিয়ে এসে ভগীরথের ওপর হামলা করে।
ঘটনায় গ্রেফতার অভিযুক্ত
ঘটনার খবর যায় স্থানীয় থানায়। তারপর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পুলিশ ভগীরথের দেহ উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। যদিও কী কারণে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত বরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে তদন্তকারীরা।