![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/106-57.jpg?width=380&height=214)
ব্যস্ত সময়ে ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার বাইপাসের ধারে একটি গ্যারেজে লাগল আগুন। সকাল ১১টা ১০ নাগাদ আরুপোতা রোডে (Arupota Road) একটি ওয়্যার হাউস এবং গ্যারেজে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে ভষ্মীভূত হয় একাধিক গাড়ি। প্রথমদিকে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করলেও পরবর্তীকালে ঘটনাস্থলে দমকলের চারটি গাড়ি আসে। যদিও দমকল বাহিনী দেরি করে আসার স্থানীয় বাসিন্দারা ক্ষোভ দেখায়। তবে বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। তবে এখনও পর্যন্ত পুরোপুরি আগুন নেভানো যায়নি।
দমকল বাহিনীর ওপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা
জানা যাচ্ছে, এদিন সকালে এলাকাবাসীরাই প্রথম দেখতে পান যে ওই গ্যারেজ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তারপর কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। কিন্তু গাড়ি আসতে বেশ কিছুটা সময় লেগে যায়। যদিও দমকলের আধিকারিকরা জানিয়েছেন, জনবহুল এলাকা হওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগে গিয়েছে।
দেখুন ভিডিয়ো
Kolkata, West Bengal: A major fire broke out at a plastic warehouse and garage on Arupota Road at 11:10 am. Four fire tenders are on-site, working to control the blaze. Further details are awaited regarding the incident pic.twitter.com/cWnnpb4UHo
— IANS (@ians_india) February 15, 2025
আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি
যদিও আগুন কীভাবে লাগল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই বোঝা যাবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে। এদিকে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।