Representational Image (Photo Credit: File Photo)

সাতসকালে অন্ডাল থেকে উদ্ধার এক ইসিএল কর্মীর (ECL Worker) দেহ। জানা যাচ্ছে বনবহাল ফাঁড়ির অন্তর্গত পিওর জামবাদ ৬ নম্বর পিট এলাকায় এক ৫৮ বছর বয়সী ব্যক্তির দেহ উদ্ধার করল এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মেঘনাথ হরিজন। বর্তমানে তিনি ইসিএলে কর্মরত ছিলেন। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। যদিও দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

পরিবারসূত্রে খবর, মঙ্গলবার কাজে বেরিয়েছিলেন মেঘনাথ। আজ সকাল থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বাড়ির লোক চিন্তায় ছিল। কিন্তু সকালে স্থানীয় বাসিন্দারাই খোঁজ দেন যে মেঘনাথের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি খুন সেই বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।