কলকাতা, ২৮ মার্চ: আদালতের জটমুক্ত হল পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনরকম হস্তক্ষেপে রাজি হল না আদালত। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব কমিশনের উপরেই ছাড়া হল। তবে এই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের গণনার যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল, সেটা গ্রহণযোগ্য নয়।
আলাদা আলাদা সম্প্রদায় ভুক্ত ব্যক্তিবর্গের গণনার জন্য আলাদা আলাদা নিয়ম থাকতে পারে না বলেই প্রধান বিচারপতি জানান৷ তিনি জানিয়েছেন, 'হাইকোর্ট প্রত্যাশা রাখে নিয়ম মেনে আসন সংরক্ষণের বিষয়টি বিবেচনা করবে রাজ্য নির্বাচন কমিশন৷' আরও পড়ুন-মানব শরীরে পাওয়া গেল বার্ড ফ্লুর সংক্রমণ এইচ৩এন৮, চিনের খবরে আশঙ্কায় বিজ্ঞানীরা
দেখুন টুইট
A division bench of #CalcuttaHighCourt refused to interfere in the process started by West Bengal State Election Commission (WBSEC) for conducting the polls for the three-tier panchayat system. pic.twitter.com/MiJWOstpKh
— IANS (@ians_india) March 28, 2023
পঞ্চায়ত নির্বাচন আদালতের জটমুক্ত হলেও, আদালত জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, বিচারবিভাগীয় নজরদারিতে ভোট সহ অন্যান্য আবেদনগুলির জন্য নতুন করে আবেদন জানাতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।