বড়বাজারের অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। এরমধ্যেই ফের শহরে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যাচ্ছে বেকবাগানের (Beckbagan) এজেসি বোস রোডে অবস্থিত একটি বহুতলে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। পরে অবশ্য আগুনের ভয়াবহতা দেখে আরও বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। জানা যাচ্ছে, বহুতলের ৬ তলায় ঘটনাটি ঘটেছে। তবে আগুনের লেলিহান শিখা ক্রমশ ওপরের দিকে উঠছে। ফলে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। তবে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে দমকল বাহিনী

জানা যাচ্ছে, এদিন দুপুর ২টো ৫৫ নাগাদ দমকল বাহিনীর কাছে অগ্নিকাণ্ডের খবর। প্রথমদিকে তড়িঘড়ি ২২৪ নম্বর এজেসি বোস রোডের বাড়িতে যায় দমকলের তিনটি ইঞ্জিন। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ৪-৫টি ইঞ্জিন ডাকা হয় বলে খবর। এরমধ্যে কয়েকটি দমকলের গাড়ি ফ্লাইভভারের ওপরে উঠে পড়ে আগুন নেভানোর কাজ করে। জানা যাচ্ছে, এই বহুতলটি পুরোটাই অফিসের কাজের জন্য ব্যবহার হয়।

দেখুন ভিডিয়ো

এসি থেকেই আগুন লাগতে পারে বলে সন্দেহ দমকল বিভাগের

তবে যে সংস্থার অফিসে আগুন লাগে, তাঁদের আজ ছুটি ছিল। ফলে ঘটনারস সময় অফিসে কেউ ছিলেন না বলে খবর। ফলে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এসি থেকে আগুন লেগেছে। কারণ পথচলতি মানুষরা প্রথমে এসিতেই আগুন দেখতে পায়। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা।