বান্টি অউর বাবলি সিনেমাটি নিশ্চয়ই সকলে দেখেছেন। সেই সিনেমায় একটি পুরুষ ও মহিলা ব্যবসায়ীদের চোখে ধুলো দিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছে। এবার সেই কায়দায় সল্টলেকে (Salt Lake) ফাঁদ পেতেছে এক প্রতারণা চক্র। জয়েন্ট ভেঞ্চার্সে ব্যবসা করার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীর (Businessman) থেকে কোটি কোটি টাকা হাতাল এক দম্পতি। পুলিশে অভিযোগ জানানো হলে শুরু হয়েছিল তদন্ত। আর তারপরেই শুক্রবার গ্রেফতার হল বাস্তবের বান্টি অউর বাবলি। জানা যাচ্ছে, অভিযুক্তদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে হদিশ মিলেছে লেনদেনের বিস্তারিত তথ্য।
প্রতারণার ফাঁদ
অভিযোগ, একটি পার্টিতে গিয়ে প্রথমে ওই ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করেন ওই মহিলা। এরপর তাঁর স্বামীর সঙ্গেও পরিচয় করানো হয়। পার্টির পর থেকেই তিনজনের সম্পর্ক মজবুত হয়। এরপর অভিযুক্ত দম্পতি একটি জয়েন্ট ভেঞ্চার্সে ব্যবসা করার প্রস্তাব দেন ওই ব্যবসায়ীকে। সেই প্রস্তাবে রাজি হয়ে ২ কোটি টাকা বিনিয়োগও করেন ব্যবসায়ী। অভিযোগ, তারপর থেকেই অভিযুক্ত ব্যবসায়ীকে এড়াতে শুরু করেন।
গ্রেফতার অভিযুক্ত
অভিযোগকারী জানিয়েছেন, টাকা দেওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেলেও ব্যবসা শুরু হয় না। এমনকী ধীরে ধীরে যোগাযোগ বিচ্ছিন্ন করতে থাকে। তারপরেই ওই ব্যবসায়ী প্রতারিত হওয়ার আঁচ পান। এরপরেই বিধাননগর পূর্ব থানায় তিনি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অবশেষে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়।