বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanata Majumdar) দুর্ঘটনার মুখে পড়লেন। নদিয়ার ধুবুলিয়া থেকে শান্তিপুরে যাওয়ার সময় বালুরঘাটের বিজেপি সাংসদ তথা প্রার্থী সুকান্ত মজুমদারের কনভয়ের একটি গাড়িতে ধাক্কা লাগে। সুকান্ত মজুমদারের মাথায় আঘাত লেগেছে বলে খবর। তাঁর দেহরক্ষীরাও চোট পেয়েছেন। শান্তিপুরে যাওয়ার পথে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। রানাঘাট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধুবুলিয়ায় বাবলা বাইপাসের কাছে হয়েছে এই ঘটনা।
কীভাবে ঘটল দুর্ঘটনা? জানা যাচ্ছে, সুকান্তর কনভয়ের সামনে একটি বাস যাচ্ছিল। সেই বাসটিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল কনভয়ের গাড়িটি। পাশেই ছিল পুলিশের একটি ব্যারিকেড। সেখানেই ধাক্কা খায় কনভয়ের সামনে থাকা গাড়িটি। তার পর তাতে ধাক্কা দেয় পিছনের গাড়ি। এ ভাবে পর পর কনভয়ের গাড়িগুলি সামনের গাড়িতে ধাক্কা দেয়। তাতে আহত হন সুকান্ত। তাঁর দেহরক্ষীদের চোট গুরুতর বলে খবর। সপ্তাহখানেক আগে সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বসিরহাটে এসপির অফিস বিক্ষোভের সময় আহত হয়েছিলেন সুকান্ত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
দেখুন ভিডিয়ো
A car in the convoy of BJP state president Sukanta Majumdar met with an accident. He suffered a head injury in the incident. pic.twitter.com/phEodKI7nz
— IANS (@ians_india) March 3, 2024
গতকাল, বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় বালুরঘাট কেন্দ্র থেকে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করা হয়েছিল।