গত ১০ দিনে ওড়িশার (Odisha) ৩ জেলায় ৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। যার মধ্যে কেওনঝড়ে একটি এবং গঞ্জাম ও ময়ূরভঞ্জ জেলায় ২টি করে মোট ৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এরমধ্যে বুধবার রাতে ময়ূরভঞ্জের একটি ধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জালে ধরা পড়েছে মূল অভিযুক্ত ও তাঁর দুই সহকারী। ঘটনার পর নির্যাতিতা ও তাঁর পরিবারের লোকজনেরা করণজিয়া থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার রাতেই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অপহরণ করে গণধর্ষণ
পুলিশসূত্রে খবর, ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত নির্যাতিতার পরিচিত। সম্প্রতি বছর ২৫-এর ওই তরুণী নিজের মামার বাড়িতে ঘুরতে এসেছিলেন। বুধবার বিকেলে স্থানীয় একটি মন্দিরে যান। ফেরার সময়ই তাঁকে অভিযুক্তরা অপহরণ করে এবং একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এমনকী তাঁকে মারধর করে ভয় দেখিয়ে বাড়ি পাঠানো হয়। বাড়িতে এসে নির্যাতিতা পরিবারকে সবটা জানায়। তারপরেই তাঁরা পুলিশের দারস্থ হন।
তদন্ত জারি রেখেছে পুলিশ
জানা যাচ্ছে, অভিযোগ পেতেই তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। দ্রুত যাতে নির্যাতিতা বিচার পায়, সেইদিকে নজর দেওয়া হয়েছে। তবে তরুণী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে।