বর্ধমান, ৪ অক্টোবর: দেবাঞ্জন বল্লভ চ্যাটার্জিকে ((Debanjan Ballav Chattopadhyay) মারধরের ঘটনায় ৯ জন এবিভিপি (ABVP)সমর্থককে গ্রেফতার করল বর্ধমান (Bardhanam) থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় কলকাতা যাওয়ার পথে বাস থেকে নামিয়ে দেবাঞ্জনকে মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়া অভিযোগ তাঁর বান্ধবীকেও মারধর করা হয়। তাঁদের হুমকি ও গালিগালাজ করা হয়। ঘটনার পরই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন দেবাঞ্জন ৷ আজ সকালে ৯ জন ABVP সমর্থককে গ্রেফতার করে পুলিশ ৷ তাদের পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয়। এদের প্রত্যেককেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
দেবাঞ্জন বল্লভ চ্যাটার্জির বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের অভিযোগ ওঠে। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। এই ঘটনায় দেবাঞ্জনের পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। তাঁর মাকে সংবাদমাধ্যমের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। যার পরিপ্রেক্ষিতে বাবুল সুপ্রিয় তাঁর ছেলেকে ক্ষমা করে দিয়েছেন বলে জানান। পরে অবশ্য দেবাঞ্জন অভিযোগ করেন, তাঁর পরিবারকে ভয় দেখিয়ে ক্ষমাপ্রার্থনা করানো হয়েছে। বুধবার সন্ধ্যায় বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দেবাঞ্জনকে ঘিরে ধরে কিছু ব্যক্তি। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে নিগ্রহ কাণ্ডের কথা উল্লেখ করে শুরু হয় নিগ্রহ ও হুমকি। তারপর দেবাঞ্জনকে মারধরও করা হয়। স্থানীয় মানুষদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমানের আইসি পিন্টু সাহা আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশের কড়া নিরাপত্তায় এরপর দেবাঞ্জনকে বর্ধমান ছাড়ার ব্যবস্থা করা হয়। আরও পড়ুন: বাবুল সুপ্রিয়-র হেনস্থাকাণ্ডে খবরে আসা দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায় আক্রান্ত
এর আগে বারবার অভিযোগ উঠেছিল, বাবুল সুপ্রিয়কে হেনস্থা করছেন দেবাঞ্জন এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই বিজেপি ও ABVP সমর্থকরা তাঁকে হুমকি দিচ্ছেন।