কলকাতা, ১৪ মে: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যের করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৩ জন। আর কোমর্বিডিটিতে (Comorbidity) মৃত্যু হয়েছে ৭২ জনের। এদিকে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। এর মধ্যে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ১,৩৯৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এখনও পর্যন্ত ৭৬৮ জন। সুস্থতার হার ৩২.৩১ শতংশ।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী, রাজ্যে পরীক্ষার সংখ্যা রোজই বাড়ছে। বৃহস্পতিবার ৫,২০৫ টেস্ট করা হয়েছে। তাই আজ পর্যন্ত মোট ৬২ হাজার ৮৩৭টি টেস্ট করা হয়েছে। যার ফলে প্রতি লাখে টেস্টের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯৮। মোট পরীক্ষার ৩.৭৮ শতাংশ রিপোর্ট পজিটিভ। আরও পড়ুন: Kolkata: সোমবার থেকে চালু হচ্ছে হলুদ ট্যাক্সি, ভাড়া বাড়তে পারে ৩০ শতাংশ
87 #COVID19 cases confirmed in West Bengal today. The total number of cases in the state is now at 2377, including 143 deaths. 72 deaths also occurred due to comorbidity: West Bengal Health Department pic.twitter.com/90xVGWwcNR
— ANI (@ANI) May 14, 2020
রাজ্যে মোট ১ লাখ ৩ হাজার ৪৯৩ জন এখনও পর্যন্ত হোম কোয়ারিন্টিনে। তাদের মধ্যে বর্তমানে রয়েছে ৩৪ হাজার ৪১৪ জন। ৬৯ হাজার ৭৯ জন ছাড়া পেয়েছেন।