Photo Credits: ANI

লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফার জন্য প্রচারের সময়সীমা শেষ হচ্ছে আজ। আজকে থেকেই শুরু হয়ে যাবে সাইলেন্স পিরিয়ড। এই পর্বে আগামী শনিবার ১ জুন পশ্চিমবঙ্গ সহ ৭’টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে ভোট নেওয়া হবে।এরাজ্যের ৯’টি আসন হল- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। একইসঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও ওইদিনই ভোট নেওয়া হবে। এছাড়াও উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের ১৩ টি করে, বিহারের-৮, ওড়িশার-৬, হিমাচল প্রদেশের-৪,ঝাড়খন্ডের-৩ এবং চন্ডীগড়ের একটি আসনে ওইদিন ভোট গ্রহণ। শেষ দফার ভোটকে অশান্তি মুক্ত রাখতে পশ্চিমবঙ্গে ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ৯ টি কেন্দ্রের জন্য পথে নামবে ১ হাজার ৯৫০টি QRT (Quick Response Team)

শেষ দফার নির্বাচনের কারণে আজ থেকেই বন্ধ থাকতে চলেছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের মদের দোকান এবং পানশালা. ভোটের সময় মদ খাইয়ে যাতে কোনও ভোটারকে রাজনৈতিক দল প্রভাবিত না করতে পারে সেই কারণেই মূলত মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ দফার নির্বাচনের কারণে বৃহস্পতিবার সন্ধে ৬টার পর থেকে মদের দোকান এবং পানশালা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার গোটা দিন বন্ধ থাকবে দোকান। মদের দোকান ফের খুলবে শনিবার নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর।