কলকাতা, ৪ ডিসেম্বর: তিনতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করলেন ৬৩ বছরের প্রবীণ। গতরাতে ঘটনাটি ঘটেছে কলকাতার গল্ফগ্রীন থানা এলাকার সুধীর চন্দ্র লেনে। মৃতের নাম সৌমিত্র সেন। বাড়ির সামনে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Kolkata Police)।
২৪ ঘণ্টার খবর অনুযায়ী, স্ত্রী এবং মেয়ের সঙ্গে থাকতেন সৌমিত্র সেন। লকডাউনের কারণে ছয় থেকে সাত মাস কোনও কাজ ছিল না তাঁর কাছে। যার ফলে অবসাদে ভুগছিলেন। গতরাতে তিনি ছাদ থেকে ঝাঁপ দেন। স্থানীয়রা উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: Kolkata: ডিসেম্বরের শুরুতেই দূষণে মুড়েছে কলকাতা, বৃহস্পতিবার সূচক রইল ৩৫০-এর বেশি
পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। তদন্ত শুরু হয়েছে।