প্রতীকী ছবি (Photo Credits: Getty Images)

রামনগর, ৩১ অক্টাবর: অবৈধভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার জন্য ১২ জন ভারতীয় নাগরিক ও ৫ জন বাংলাদেশি (Bangladeshis) নাগরিককে ধরল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রামনগর ফাঁড়ির (Ramnagar outpost) কাছে অবৈধভাবে সীমান্ত পেরনোর সময় তাদের ধরা হয়। ধৃতদর মধ্যে একজন দালাল রয়েছে। শুক্রবার বিএসএফের এক বিবৃতিতে কথা জানানো হয়েছে।

ধৃত ভারতীয়রা স্বীকার করেছে যে তারা এর আগে বেনাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে গেছিল। সেখান থেকেই ফিরছিল। বাংলাদেশিরা বলেছে যে তারা বেঙ্গালুরুতে শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছিল। সবাইকে হাঁসখালি থানার হাতে তুলে দেওয়া হয়েছ।আরও পড়ুন: BJP To Organize Business Summit In Bengal: শিল্প আনতে বাংলায় শিল্প সম্মেলন করবে বিজেপি; তৃণমূল বলল 'নির্বাচনী গিমিক'

অন্য একটি ঘটনায়, একইদিন খাসমহল ফাঁড়িতে টহলরত বিএসএফ দলের হাতে এক ভারতীয় নাগরিককে ধরা হয়। তার কাছ থেকে ১০টি গোরু আটক করা হয়েছে। লোকটি অন্য কয়েকজন ব্যক্তির সঙ্গে গোরুগুলিকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। তবে, দলটির অন্যরা পালাতে সক্ষম হলেও একজন ধরা পড়ে যায়।