Representational Image (Photo Credits: File Photo)

ফের ধর্ষণের ঘটনা ঘটল বাংলায়। আরজি কর, মহিষমারী, কৃষ্ণনগর, গাইঘাটার পর এবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) লালবাগ এলাকার তেঁতুলিয়া গ্রামে। জানা যাচ্ছে, ১৫ বছরের এক কিশোরের লালসার শিকার হয়েছে মাত্র ৪ বছরের এক নাবালিকা। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পকসো আইনে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

জানা যাচ্ছে, গত বুধবার বিকেলে বাড়ির সামনে কিশোরী খেলছিল। সেই সময় পাড়ারই এক কিশোর চকোলেটের লোভ দেখিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। নির্যাতিতার পরিবার সূত্রে জানা যাচ্ছে, ওই ছেলেটি নাবালিকার দাদার বন্ধু এবং প্রায়শই তাঁদের বাড়িতে আসা যাওয়া করত। ফলে কারোরই সেভাবে সন্দেহ হয়নি। তবে এদিন ওই ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কিশোরীর সর্বনাশ করে সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে মেয়ে বাড়ি না ফেরায় সন্দেহ হয়। তখনই রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে সে।

মেয়েকে ওই অবস্থ্যায় দেখে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বারবার কিশোরের নাম নেয়। পরে জানা যায় ওই কিশোর তাঁকে হেনস্থা করে। এরপর রাতেই থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানালে শুরু হয় তদন্ত। তারপরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত কিশোরকে।